প্রকাশিত: Tue, Aug 15, 2023 10:48 PM
আপডেট: Thu, Jul 3, 2025 5:02 PM

[১]বিরোধী দলের নেতাকর্মীদের জানাযার অধিকারটুকুও হরণ করা হয়েছে: রিজভী

রিয়াদ হাসান: [২] বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এমন মন্তব্য করে বলেছেন, নরঘাতক সরকার এখন জাতির ঘাড়ে চেপে বসেছে।

[৩] তিনি বলেন, আওয়ামী লীগ এমন একটি দলে পরিণত হয়েছে যে দলটি প্রমাণ করে তারা কোন মানবিক পরিবেশ থেকে উৎসারিত নয়। এদের কাছে গণ ইচ্ছার কোন দাম নেই। এরা বিরোধী দলের নেতাকর্মীদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করে। সরকারের বিরুদ্ধে সমালোচনাকে তারা রাষ্ট্রবিরোধী অপরাধ বলে বিবেচনা করে।

[৪] মঙ্গলবার বিকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।

[৫] তিনি আরো বলেন, ২০১৮ সালের নির্বাচনের প্রাক্কালে যেভাবে নির্বাচনী মাঠ শূন্য করার কৌশল গ্রহণ করেছিল নিশিরাতের সরকার, বর্তমানে তারই পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে অদৃশ্য করা, গায়েবী মামলা দেয়া, পাইকারি হারে গ্রেপ্তার, বাসায় বাসায় হানা দেয়া, পরিবারের লোকজনদের সাথে দুর্ব্যবহার করা, পেন্ডিং মামলায় জেলগেট থেকে বারবার গ্রেপ্তার করে কারাগারে আটকিয়ে রাখা ইত্যাদি সর্বনাশা খেলায় মেতেছে আওয়ামী ফ্যাসিস্ট সরকার।

[৬] বিএনপির এই মূখপাত্র বলেন, একজন নির্বাচন কমিশনার বলেছেন, নির্বাচন কমিশন সংবিধানের বাইরে যাবে না। আমি বলি, আপনাদের সংবিধান যে কোথা থেকে নাজিল হয় তা জনগণ জানে। আওয়ামী চেতনায় জারিত কিনা তা পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাই করে নিশিরাতের সরকার নির্বাচন কমিশন গঠন করেছে। সুতরাং সরকারের গানের সুরেই যে তাল দিবে নির্বাচন কমিশন এটাই স্বাভাবিক।

[৭] বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, আজ দীর্ঘ সাড়ে পাঁচ বছর স্বাধীনতার ঘোষকের সহধর্মিণী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটক করে রাখা হয়েছে। এই আটক অন্যায়, অবৈধ ও কুৎসিত প্রতিহিংসার বহিঃপ্রকাশ। সরকারের নির্দেশে একটি মিথ্যা মামলায় দেশনেত্রীকে সাজা দেয়া হয়েছে। বন্দী অবস্থায় করা হচ্ছে অমানবিক নিপীড়ন। তাকে উন্নতমানের চিকিৎসা দিতে বাধা দেয়া হচ্ছে।

[৮] রিজভী অভিযোগ করে বলেন, প্যারোলের অনুমতি পাওয়া সত্ত্বেও মায়ের লাশ দেখতে দেয়া হয়নি বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুস সালাম পিন্টুকে। প্যারোলে মুক্তির সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করার পরেও জেলগেটে গাড়িতে উঠানোর সময় তাকে কারাগারে আবার ফেরত পাঠানো হয়। উপরের নির্দেশেই নাকি তাকে মায়ের জানাজায় অংশ নিতে দেয়া হয়নি। এই ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। সম্পাদনা: তারিক আল বান্না